
“ Zombiy Commando – মাতৃভূমির গৌরব রক্ষার শপথে গঠিত এক সৎ সাহসী সমাজ সেবা মূলক সংগঠন ।

“Zomby Commando যার মূল লক্ষ্য দেশ ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সচেতনতা, প্রযুক্তি ও কার্যকর সমাধানের মাধ্যমে একটি নিরাপদ দেশ গড়ে তোলার জন্য কাজ করি।”

আমাদের সাথে যুক্ত হয়ে দেশ ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করুন।

আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের দেশের পরিস্থিতি অনুকূলে নেই। চারদিকে অন্যায় – অত্যাচার, জুলুম -নির্যাতন, চুরি,ডাকাতি,খুন ইত্যাদি হয়ে চলেছে।সবচেয়ে অবাক ও হতভম্ব হওয়ার বিষয় হলো সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী চুপচাপ। এসকল কার্যকলাপ পর্যালোচনা করে আমরা দেশের সাধারণ জনগন আমাদের দেশ রক্ষার্থে ঐক্য বৈধ হলাম। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। আসুন আমরা ঐক্যবৈধ হয়ে আমার আপনার সোনার বাংলাদেশকে এক অনন্য রুপে সাজিয়ে তুলি।
আমরা ১৯৫২ সালে আমাদের মাতৃভাষার রক্ষার্থে ঐক্যবৈধ হয়ে ছিলাম। ১৯৭১ সালে আমাদের দেশ রক্ষার্থে ঐক্যবৈধ হয়েছিলাম। ১৯৯০ সালা এরশাদ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছিলাম এবং ২০২৪ সৈরাচার খুনি হাসিনার পতন ঘটাতে ঐক্যবৈধ হয়েছি। আমরা প্রতিবার রক্ত দিয়ে দেশকে সৈরাচার মুক্ত করি কিন্তু কিছু দিন পর আবার নতুন সৈরাচার এর আবির্ভাব ঘটে। তাই এবার আমরা সপথ নিয়েছি আমরা সোনার বাংলাদেশে আর কোনো সৈরাচার তৈরি হতে দেবো না।

আসুন আমরা ঐক্যবৈধ হয়ে দেশকে সৈরাচার এর হাতে যেতে না দিয়ে একটি সুন্দর সুসিল বাংলাদেশ তৈরি করি