
আমাদের বাংলাদেশের ভৌগলিক সিমানায় অবস্থিত পাহাড়ি অঞ্চল গুলি নিয়ে বহু কাল দরেই অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। আমাদের এই পাহাড়ি অঞ্চল নিয়ে ভারত, মিয়ানমার এবং আমেরিকার কুদৃষ্টি বহু আগে থেকেই রয়েছে কিন্তু বর্তমানে তা যেনো আরো বেশি অপ্রীতিকর ও হুমকি সরুপ হচ্ছে। এমতো অবস্থায় আমারা zombiy commando দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভৌগোলিক সীমান্ত রক্ষা করতে প্রস্তুত।

পাহাড়ি অঞ্চলে থাকা বেশ কিছু দুষ্কৃতী চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা চাচ্ছে পাহাড়ি অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত করতে।ভারত ও তাদেরকে গোপনে নানা ধরনের অস্ত্র দিচ্ছে। ভারত চাচ্ছে পাহাড়ি অঞ্চলে অস্থিতিশীল করে দেশে একটা যুদ্ধ চাপিয়ে দেয়ার। তাই আমাদের যা করনীয় তা খুব সাবধানে করতে হবে ।